আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ২৩ সশস্ত্র জঙ্গি নিহত ও নয় জঙ্গি আহত হয়েছেন। এসময় দু’জনকে আটক করা হয়েছে।
দেশটির ফারয়াব, বাদাখশান, কুন্দুজ ও হেলমান্দ প্রদেশে গেলো ২৪ ঘণ্টায় চালানো অভিযানে এ ঘটনা ঘটে।
জঙ্গি ও শান্তি-স্থিতি বিনষ্টকারীদের ধরতে পাঁচটি কাউন্টার-টেরোরিজম অপারেশন চালায় আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী।
আলাদা একটি খবরে বলা হয়েছে, গেলো সন্ধ্যায় দক্ষিণ হেলমান্দ প্রদেশের নেহর সরজ জেলার বাঘরানিয়ান গ্রামের রাস্তার পাশে মাটিতে মাইন লুকানোর সময় বিস্ফোরণে আট তালিবান জঙ্গি নিহত হন।
আফগান জাতীয় পুলিশ সন্দেহভাজন কর্মী ও সন্ত্রাসীদের সম্পর্কে ১১৯ নম্বরে ডায়াল করে জানানোর জন্য সব নাগরিককে উৎসাহিত করছে।
শনিবার আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
কে/সি